বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা আসছেন টেন্ডুলকার

Socinবাংলাদেশ সফরে আসছেন শচীন টেন্ডুলকার। আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকায় আসবেন তিনি। ঢাকায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন ।

জানা যায়, গাজী ট্যাংক স্পের্টস ক্লাবের পরিবর্তীত নাম লিজেন্ড অব রূপগঞ্জের লোগো উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিতেই মূলত ঢাকা আসবেন তিনি। একই সাথে সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডেও অংশ নেবেন তিনি। তবে নিরাপত্তার কারণে সাধারণ দর্শকদের ধরা ছোঁয়ার বাইরেই থাকবেন এ ব্যাটিং জিনিয়াস।
শচীনের মত ক্রিকেটার আসছেন বাংলাদেশ। তাই এ সুযোগটা কাজে লাগাতে চান তার বন্ধু লুৎফর রহমান। তাই শুধু লোগো উন্মোচন কিংবা সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মকাণ্ডই না লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটারদের সাথেও এ কিংবদন্তী নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন। তবে সাধারণ দর্শকদের জন্য কিছুটা আক্ষেপই হয়ে থাকবে শচীনের এ সফর।
শচীন টেন্ডুলকার। ২৪ বছর বিশ্ব জুড়ে কোটি ক্রিকেট ভক্তকে যিনি মোহাবিষ্ট করে রেখেছিলেন ব্যাটিং যাদুতে। অনেকের কাছে দেবতা তুল্য এ ক্রিকেটারের নামের পাশে লেখা ইতিহাসের অনেক রেকর্ড। যার বেশ কয়েকটি তিনি করেছেন এ বাংলাদেশের মাটিতে। তবে ব্যাট প্যাড তুলে রেখেছেন কিছু দিন হলো। তারপরও ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তিনি নিজেকে যুক্ত রেখেছেন। এবার তারই অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসছেন তিনি।

Spread the love