বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দিনাজপুর মহিলা আওয়ামীলীগের মত বিনিময়

জিন্নাত হোসেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক এর সাথে দিনাজপুর মহিলা আওয়ামীলীগের মত বিনিময় অনুষ্ঠিত হয়।

৮ নভেম্বর শনিবার দিনাজপুর সার্কিস হাউজ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক এর সাথে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ মত বিনিময় করেন। এময় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাই চ্যান্সেলর ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মোঃ রুহুল আমিন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মশিউর রহমান, দিনাজপুর মহিলা আওয়ামীলগনেত্রী সোহেলি শাহরিয়ার ছবি, আইরিন লতিফ, আরিফাত জাহান মৌসুমী, আনসারা বেগম বিউটি, সম্পা সাহা মৌ, নাজমা বেগম, রুনা লায়লাসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিনকে ফুলের শুভেচ্ছা জানান দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Spread the love