মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের ১ জন আটক

DSC_0270(1)স্টাফ রিপোর্টার ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের
বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কেন্দ্র
থেকে ডিজিটাল জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করেছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও
ক্যাম্পাসের বাইরের মোট ৩১টি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষা চলাকলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫২৪ নম্বর রুম
থেকে ডিজিটাল জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। তার কাছে
ক্যালকুলেটর সদৃশ মুঠোফোন পাওয়া গেছে। আটককৃত ওই ছাত্রের নাম মো. সাব্বির
আহমেদ। তার পিতার নাম আমিরুল ইসলাম। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর
৫১১৭৩২।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, ‘জালিয়াতির সঙ্গে জড়িত
এই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার কাছে সাইনটিফিক
ক্যালকুলেটর দেখে সন্দেহের ভিত্তিতে তা পরীক্ষা করে দেখা যায়, সেটি আসলে
বিশেষ কায়দায় তৈরি একটি মুঠোফোন। এর আগে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়
আটককৃত সদস্যরাও পুলিশের কাছে তার নাম বলেছিল। তাই আগে থেকেই আমরা সতর্ক
ছিলাম।’

প্রক্টর আরো বলেন, এর মাধ্যমে পুরো চক্রটিকে সনাক্ত করা সম্ভব হবে বলে
আশা করছি। এই ঘটনা ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

Spread the love