সাব্বির হোসেন অনিক (স্টাফ রিপোর্টার) ঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ
সভানেত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের সময় ও স্থান পরিবর্তন করা হয়েছে।
অনুষ্ঠানটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মিলনায়তনে আজ বেলা ৩টা ৪৫
মিনিটে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন। তবে
মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নেয়ার আগে হরতালে সহিংসতায় আহতদের দেখতে
ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে যাবেন জয়।
এ ব্যাপারে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রকল্প
পরিচালক সামন্ত লাল সেন বলেন, ‘মঙ্গলবার বিকেল ৩টার দিকে সজীব ওয়াজেদ জয়
হাসপাতালে আসবেন হরতাল অগ্নিদগ্ধদের দেখতে।’
তিনি আরো জানান, এপর্যন্ত বিভিন্ন জায়গায় হরতাল সহিংসতায় অগ্নিদগ্ধ ১৭ জন
এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকারের নিদের্শে হাসপাতালের পক্ষ থেকে
আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করা হচ্ছে।
এদিকে অনুষ্ঠান সম্পর্কে জানা গেছে, ‘মিট দ্য প্রেসে’ জয় বাংলাদেশকে
এগিয়ে নেয়ার লক্ষ্যে তার নিজস্ব চিন্তা-ভাবনা উপস্থাপন করবেন। তিনি আগামী
জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হলে যেসব পরিকল্পনা বাস্তবায়নে
কাজ করবেন তা তুলে ধরবেন।
এ ব্যাপারে আশরাফুল আলম খোকন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে
প্রযুক্তিগত উন্নয়নের পথে বাংলাদেশের সব সম্ভাবনা দিক তুলে ধরবেন জয়।’