সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তথাকথিত আদর্শের নামে নিরীহ মানুষ হত্যা করছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের ভাবমুর্তি নষ্ট করার জন্য কতিপয় বিপথগামী তরুণ তথাকথিত আদর্শের নামে নিরীহ মানুষ হত্যা করছে। অথচ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের জঙ্গি হামলাকে রক্তাক্ত অভ্যূত্থান হিসেবে উল্লেখ করেন এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলার পর সরকারের পদত্যাগ ও নির্বাচন দাবি করেন।’
রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়, জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করার জন্য এ ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।’
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ওই একই শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে।

এ সময় আরো বক্তব্য দেন – বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অ্যামিরেটাস অধ্যাপক ড.আনিসুজ্জামান প্রমুখ।