বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

তফশীল ঘোষনার সাথে সাথেই কাহারোলে নির্বাচনের হাওয়া বইছে

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ উপজেলা নির্বাচনের তফশীল ঘোষনার সাথে সাথে দিনাজপুরের কাহারোল উপজেলায় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে।

নির্বাচন কমিশন তফশীল ঘোষনার পরদিন থেকেই কাহারোল উপজেলায় চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণ সংযোগ শুরু করেছেন। এবারে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নতুন মুখ নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে জানা যায়। প্রার্থীদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বিশিষ্ট সমাজসেবক অবঃ প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র রায়, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী (মামুন), বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাদশার নামও শোনা যাচ্ছে।

Spread the love