বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করে গড়ে তুলতে হবে-গোপাল এমপি

এফ রহমান বাবু,, স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের মানুষ স্বাধীনতা আন্দোলনে জীবন দিয়ে বাংলাদেশ ছিনিয়ে এনেছে। নিজের জীবন উৎসর্গ করে বাংলার স্বাধীনতা অর্জন করেছে। সে স্বাধীনতার সম্মান অটুট রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে যখন কাজ করে যাচ্ছে। ঠিক সেই সময় আন্দোলনের নামে খালেদা জিয়া পেট্রল বোমা মেরে, আগুন দিয়ে সাধারন মানুষ পুড়িয়ে মারছে। এভাবে আন্দোলন হয় না। দেশের জনগন এ আন্দোলন প্রত্যাখান করেছে। আর তার তথাকথিত আন্দোলন প্রত্যাখান করায় সাধারন মানুষকে পুড়িয়ে মারছে। তিনি বলেন, আমাদের শিশু এবং তরুন প্রজন্ম যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শীত হয়ে এগিয়ে যেতে পারে সেই লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

শনিবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার বলেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৪৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরন ও বিচিত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বলেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাহারোল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বাদশা, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা রাজেন্দ্র দেব নাথ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, ১ নং ডাবোর ইউয়িননের আওয়ামীলীগের সাধারন সম্পাদক সত্য জিৎ রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা সঞ্জয় কুমার মিত্র।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বলেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় গোপাল রায়।