বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তর করার প্রতিবাদে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করছে শ্রমিকরা।সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ ধর্মঘট চলে।
তিন ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে ১৮০ শ্রমিক। এ সময় শ্রমিকরা সব কাজ বন্ধ করে কর্মসূচিতে অংশ নেয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া এ কর্মসূচির উদ্বোধন করেন।
বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিব হাসান জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোনোভাবেই বেসরকারিকরণ করা যাবে না। করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।