
দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরির সুবাদে ১ম দিন শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়িয়েছে ৩০৩ রান। এর মধ্যে ১৭১ বল মোকাবেলা করে ১টি ছক্কা ও ১৪টি বাউন্ডারির সাহাযে তামিম করেছেন ১০৯ রান। আর তার সহযোগী ইমরুল করেছেন ১৩০ রান।
এ পথ পার হতে তিনি ২৫৭ বল মোকাবেলা করেছেন, যার মধ্যে ছিল ২টি ছক্কা ও ১২টি চারের মার। এছাড়া দিন শেষে মমিনুল হক ৪৬ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৫ রানে অপরাজিত রয়েছেন। ৮৮ বল মোকাবেলা করে ৩টি বাউন্ডারির সাহায্যে মমিনুল তুলেছেন তার ব্যক্তিগত এ রান।
আজ তামিম ও ইমরুল কায়েস মিলে নিজেদের গড়া সর্বোচ্চ জুটির রেকর্ডও ভাঙ্গেন। এর আগে ২০১০ সালে লর্ডসে তামিম ও ইমরুলের গড়া ১৮৫ রানের জুটিটি ছিল এতদিন বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে সর্বোচ্চ। কিন্তু আজ তারা নিজের রেকর্ড ভেঙ্গে গড়ে তুলেছেন ২২৪ রানের পার্টনারশীপ। চা পান বিরতীর পর হ্যামিল্টন মাসাকাদজার বলে লং অনে সেকান্দার রাজার তালুবন্দী হয়ে পিচ ছাড়েন তামিম ইকবাল। বিদায়ের আগে তিনি ১৭১ বলে ১০৯ রান সংগ্রহ করেন।
পক্ষান্তরে ইমরুল কায়েসের ক্যারিয়ারে ২য় টেস্ট সেঞ্চুরি। এর আগের সেঞ্চুরিটিও তিনি করেছিলেন চট্টগ্রামের এ ভেন্যুতেই। তখন অবশ্য প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। ইমরুল তার সেঞ্চুরিটি (১০০ রান) সাজিয়েছিলেন ১৯১ বলে ৯টি ৪ ও ২টি ৬ দিয়ে। সিবান্দার বলে মাসাকাদজার হাতে ক্যচ দিয়ে দলীয় ২৭২ রানে তিনি প্যাভিলিয়নে ফেরেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ৩য় ও শেষ টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়কের সেই সিদ্ধান্ত সঠিক প্রমান করছেন ২ ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দিনের শুরু থেকেই সাবলিল ব্যাটিংয়ে তামিম ইকবাল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি। ১৫০ বল খেলে তিনি ১৪টি ৪ ও একটি ছয়ের মারে এ ইনিংস সাজান। এর আগে খুলনা টেস্টেই তিনি তার ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন।