প্রশাসনের চেয়ারে দেখি
যে রমনীর মুখ,
খেলার মাঠে খেলতে দেখি
সেই রমনীর মুখ ।
মানব সম্পদের চেয়ারে দেখি
যে রমনীর মুখ,
কম্পিউটারের কি বোর্ডে দেখি
সেই রমনীর মুখ ।
সমাজ সেবায় চেয়ে দেখি
যে নারীর পদার্পন,
বিশ্বজয়ের মাঝেও দেখি
সেই নারীর আগমন ।
খাকি পোশাকে যে নারী
করে দেশের সেবা,
সেই নারীই দিয়ে আসছে
ভূবনে মাতৃছায়া ।
বুনন শিল্পে নয়নাভিরাম
সৃষ্টি করে যে নারী,
পোশাক শিল্পের অবদান
আমরা কি ভুলতে পারি ।
সমুদ্র থেকে হিমালয় জয়ে
দেখতে পাই নারীর জয়ধ্বনি,
পৃথিবীর বুকে সেই রমনী
ভালবাসার পরশমনি ।
রাজপথে নারী, আকাশপথে নারী
নৌপথেও, নারী পারি দেয়,
সাংবাদিকতায় নারী,
আছে অভিনয়েও, রম্নপালি পর্দায়।
তারপরেও শুনি…………….!
আজ নববধুর ভাঙ্গা চুরির শব্দ,
হাতের মেহেদি রং এ – রক্তের রং,
পত্রিকার পাতা খুললেই দেখি !
নারীর বিভৎসময় অবয়ব ।