বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘তারা অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে’

জামায়াত-বিএনপির নাম উল্লেখ করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন ভালোভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে- ঠিক তখন তারা যৌথভাবে দেশে গুপ্তহত্যা চালিয়ে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।

শনিবার দুপুরে তার নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীসহ বিভিন্ন ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে মেধাবী ছাত্র-ছাত্রী ও গরিব-দুস্থদের মাঝে শাড়ি-থ্রি পিস, ট্রাউজার, গেঞ্জি ও বিশেষ ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বইয়ের মর্যাদা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই তিনি ৩২ কোটি বই বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিয়েছেন। শেখ হাসিনা সাহায্যতো কম করেন না। ঈদের সময় যে গরিব-দুস্থদের পাশে দাঁড়াতে হয়, মানুষকে সাহায্য-সহায়তা দিতে হয়, এটাও খালেদা জিয়া জানতেন না। বিএনপি শাসনামলে হাওয়া ভবন বানিয়ে দেশের সম্পদ তারা লুটপাট করেছেন।

Spread the love