
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভারত আমাদের বন্ধু, অকৃত্রিম বন্ধু। আমি আসা করি ভারত বাংলাদেশের গণতান্ত্রীকামী মানুষের পক্ষেই থাকবে। তারা এমন কাউকে সমর্থন দেবেন না যারা জনগণের উপর চড়াও হয়।’
দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গত এক সপ্তাহে সাঁড়াশি অভিযানে প্রায় ১৩ হাজার মানুষকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে মাত্র ১৭৯ জন সন্দেহজনক জঙ্গি। তাহলে বাকীদের কেন ধরা হলো?’
যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির দাবিতে আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাদের পাশে দাঁড়াতে হবে। কেবল সহানুভূতি দেখালেই হবে না। বিএনপিতে এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই। সপ্তাহে দুই-তিন দিন কারাগারে যেতেই হয়। ফলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ওলামা দলের সভাপতি এম এ মালেক।