
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরিই দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি জেদ্দা বিমান বন্দরে তার মা বেগম খালেদা জিয়া বিদায়ের সময় বলেন, আর কান্না নয়, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে লড়াই করতে হবে। কাঁদতে হবে না, শিগগিরই দেশে ফিরব। ৭ দিন পবিত্র ওমরাহ পালনের পর লন্ডনে ফিরে যাওয়ার সময় শনিবার সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে কান্নারত মা খালেদা জিয়া ও বিদায় জানাতে আসা উপস্থিত কয়েকশ নেতাকর্মীকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় তারেকও কেঁদে ফেলেন।
উল্লেখ্য, ২০১১ সালে খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরের পর গত ১৯ জুলাই দুবাই বিমানবন্দরে মা-ছেলের সাক্ষাৎ হয়। বাংলাদেশ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও লন্ডন থেকে সপরিবারে তারেক রহমান সৌদি আরবে যান। মদীনা ও মক্কায় তারা একত্রে ইবাদত-বন্দেগী করেন।