বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

তারেক রহমানকে আদালতে হাজিরের নির্দেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মানহানির একটি মামলার শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর তারেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম রেজাউল করিমের আদালত এ নির্দেশ দেন।
প্রসঙ্গত গত ৭ নভেম্বর লন্ডনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, শেখ মুজিব পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তিনি পাক বন্ধু, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা হওয়া উচিৎ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ আখ্যায়িত করে এ বক্তব্য দেয়ায় তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সাধারণ সম্পাদক মনির খান। ওই মামলা আমনে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

Spread the love