
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ‘তারেক রহমান ইতিহাসের সত্যকে তুলে ধরেছেন। এ সময় ৮৮ সালে প্রকাশিত ‘বিচিত্রা’ পত্রিকার একটি কপি থেকে তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠকের বক্তব্য তুলে ধরেন তিনি। পত্রিকাটির ওই সংস্করণে আবদুল মান্নান, হায়দার আকবর আলী খান রনো, নাসির উদ্দিন আহমেদ বাচ্চুসহ বেশ কয়েকজন সংগঠকের করা মন্তব্য পড়ে শোনান।মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি একে খন্দকার, প্রয়াত আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন সুলতানার বইয়ে এসবের ব্যাখ্যা রয়েছে। এ রকম আরো অসংখ্য প্রমানিত বই আছে। কিন্তু যারাই সত্য কথা বলে তারা আওয়ামী লীগের রোষানলে পড়েছেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে সেজন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
তারেক রহমানকে ষড়যন্ত্র করে ২১ আগষ্ট গ্রেনেড মামলায় জড়ানো হয়েছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘চারবার এই মামলার তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। ১/১১ এর মঈনউদ্দিন-ফখরুদ্দিনের আমলেও এই মামলায় তারেক রহমানের নাম ছিলো না। কিন্তু সর্বশেষে আওয়ামী লীগ সরকার আবদুল আকন্দ নামে একজনকে তদন্ত কর্মকর্তা করেছে। যে আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলো। মুফতি হান্নানকে নির্যাতন করে তারেক রহমান সম্পর্কে মিথ্যা বক্তব্য নেওয়া হয়েছে।’
দেশের বর্তমান পরিস্থিতিতে শুধুই ভারাক্রান্ত নন, প্রচন্ড বিক্ষুদ্ধ ও মর্মাহত জানিয়ে বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখন অস্তি¡ত্ব রক্ষার প্রশ্ন। ‘জালেম সরকারকে’ সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আন্দোলনের বিকল্প নেই। আর এ কাজে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু।