আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় বাংলাদেশ জয়ী হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তালপট্টি নিয়ে এখন তাল-বেতাল কথা বলছেন। তিনি বলেন, তালপট্টির তাল যদি বেতাল হয়ে যায় তবে পট্টি আর কতটুকু ভাল থাকবে। সমুদ্রসীমার মামলা নিষ্পত্তি হওয়ায় এখন তার তালও নেই, বেতালও নেই। বেগম জিয়া তালপট্টির তাল নিয়ে দেশকে বেতাল করতে চাচ্ছেন। সমুদ্রসীমার রায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাষ্ট্র নায়কে উত্তরণ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেন, সেটা অত্যান্ত সাহস ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন। তিনি ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে সেটা প্রমাণ করেছেন। এ সিদ্ধান্ত না নিলে প্রতিদিন বাংলাদেশ ও ভারত শুধু সুতো টানা টানি করত। কোনো ফলাফল হতো না। আজ শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘তালপট্টি নিয়ে খালেদা জিয়া এখন তাল-বেতাল কথা বলছেন’
Please follow and like us: