শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তেঁতুলিয়ার শালবাহান থেকে চোরাই গরু বিক্রি ক্রেতা জেল হাজতে

এম.এ.বাসেত, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ তেঁতুলিয়ার শালবাহান হাট থেকে চোরাই গরু কিনার দায়ে একজন সহ গরু চুরির অভিযোেেগ ০২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো তেঁতুলিয়া উপজেলার ভেলকুগছ গ্রামের মকলেছের ছেলে সফিকুল (৩০) ও মৃত আলী হোসেনের ছেলে জামাল (৫০)। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তেঁতুলিয়া থানা পুলিশ তাদের আটক করেন। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান- তেঁতুলিয়া ৪নং শালবাহান ইউনিয়নের প্রাণজোত গ্রামের শামীম এর একটি গরু চুরির অভিযোগে আমার নেতৃত্বে ৮ সদস্যের একটি টীম অভিযান চালিয়ে রাতে চোরাই গরু সহ তাদের আটক করা হয়। আটককৃদের মধ্যে  সফিকুল গরুটি শালবাহান বাজার থেকে কিনেছে বলে পুলিশের নিকট দাবী করেন।