
এম.এ. বাসেত, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান-দেশি ফল বেশি খান’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তেঁতুলিয়ায় চার দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেঁতুলিয়া চৌরাস্তা বাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ সরেস চন্দ্র রায়, জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল প্রমুখ। উপ-সহকারি কৃষি কর্মকর্তা-আব্দুল মোতালেব সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ফেরদৌস। শেষে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী ১৫টি বৃক্ষ স্টল পরিদর্শন করেন।