
এম.এ.বাসেত : পিডিপিকে – নর্দানজোন পাওয়্যার ডিস্টিবিউসর্ন কোম্পানীতে রুপান্তর করায় তেঁতুলিয়া বিদ্যুৎ সরবরাহ (বিউবো) অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। গতকাল রবিবার দুপুর ১২ টায় আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর কার্যালয় থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। পরে উপজেলা আবাসিক প্রকৌশলীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর ও চৌরাস্তা বাজার প্রদক্ষিণ করে। শেষে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বক্তরা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া পিডিবিকে কোম্পানীতে রুপান্তর করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সকল কর্মসূচির সংগে সহমত পোষণ করে ১ লা আগষ্ট/১৬ থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করে আসছে। তারা অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান।