পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ১৮ বিজিবি ব্যাটালিয়নের নারাইনজোত সীমান্ত ফারির সদস্যরা অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার সময় নারাইনজোত সীমান্তে ৭৩৪ মেইন পিলারের ৭৩৪/৩এস সাব পিলার বরাবর এক দল চোরাকারবারী সীমান্তের ওপার হতে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল বাংলাদেশের অভ্যন্তরে আনার সময় এ সংবাদের ভিত্তিতে বিজিবির নারাইনজোত সীমান্ত ফারির টহলরত হাবিলদার ইউসুফসহ ১০ সদস্যের একটি বিজিবির দল ঘটনা স্থলে ছুটে যায়। চোরাকারবারীরা বিজিবিকে দেখতে পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়এবং ফেলে যাওয়া ২৯ বোতল ফেন্সিডিল বিজিবি উদ্ধার করে।
এ ব্যাপারে ১৮ বিজিবি ব্যাটালিয়ানের তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার দিদার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশির ভাগ ক্ষেত্রেই চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।