শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় সোনালী আঁশের সুদিন ফিরেছে পাটের আঁশ ছড়াতে ব্যস্ত কৃষানীরা

এম.এ.বাসেত, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ তেঁতুলিয়ায় সোনালী আঁশ পাটের সুদিন ফিরেছে। গ্রামে-গঞ্জে ডোবায় কিংবা পুকুরের পাশে পঁচানো পাটের আঁশ ছড়াতে করতে কৃষক-কৃষানীদের ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রটি জানায়, চলতি মৌসুমে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৮৫০ হেক্টর। তদ্মধ্যে দেশি পাট ২২০ হেক্টর এবং তোষা পাট ২ হাজার ৬৩০ হেক্টর। এমৌসূমে বৃষ্টিপাত সহ অন্যান্য আবহাওয়া অনুকূলে থাকায় পাটের বাম্পার ফলন হয়েছ। ইতোমধ্যে পাট চাষিরা তাদের রোপনকৃত পাট কেটে পঁচানোর জন্য পানিতে ডুবিয়ে দিতে খাল-বিল, নদী-নালায় একাধিক কৃষকের পাটের জাগ দেখা যাচ্ছে। এছাড়া মৌসূমের শুরুতে অনেক পাট চাষি পাট কেটে পানিতে পঁচানোর কাজ শেষ করে বর্তমানে আঁশ ছড়াতে করতে ব্যস্ত হয়ে পড়েছে। শ্রমিক না পেয়ে অনেক চাষি এলাকার অভাবী মানুষদের পাট আঁশ ছড়ায়ে পাট খড়ি নেওয়ার সুযোগ দেয়ায় অনায়াসে পঁচানো পাটের আঁশ আলাদা করছে। কারণ বাজারে পাট খড়ির দাম ভাল। আর ভাল জ্বালানি হিসেবে পাট খড়ির চাহিদা অনেক বেশি। বর্তমান বাজারে প্রতিমণ শুকনা পাট দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অতীতে পঞ্চগড় জেলা সহ উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণ পাট চাষ হতো। বাজারে পাটের মুল্য কম থাকায় তারা পাট চাষ কমায়ে দিয়েছে। এমৌসূমে পাটের ভাল দাম পাওয়ায় আগামী দিনে পাট চাষ বাড়বে। তেঁতুলিয়া সদর ইউনিয়নের পাট চাষি আব্দুল খালেক ও রাইজুল ইসলাম জানান- একবিঘা জমিতে পাট উৎপাদন করতে খরচ হয়েছে সর্বসাকুল্যে ৩ থেকে ৪ হাজার টাকা। তবে এ মৌসূমে ফলন ভাল হওয়ায় প্রতি বিঘায় ৯ থেকে ১০ মণ পাট উৎপাদনের পাশাপাশি বাজারে ভাল দামও পেয়েছে। কৃষকদের দাবি দেশের বন্ধ হওয়া পাটকলগুলো চালু করে পলিথিনের পরিবর্তে পাটজাত জাতীয় পণ্য নিত্যদিনের কাজকর্মে ব্যবহারের জন্য সরকারকে আরো উদ্যোগী হতে হবে।Tentulia jut 2

 

 

 

 

 

উপ-সহকারি কৃষিকর্মকর্তা মো. আব্দুল মোতালেব জানান- পাট চাষের জন্য উপজেলার আবহাওয়া অনুকূলে থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে। চাষিরা বাজারে ভাল দাম পাওয়ায় আগামী দিনে পাট চাষির সংখ্যা আরো বাড়বে।