
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ দেশে গুপ্ত হত্যা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে তেঁতুলিয়া উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ড ও আওয়ামীলীগ পৃথকভাবে মানববন্ধন করেছে। গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের চৌরাস্তা বাজারে উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ড, কাজী মাহবুবুর রহমান এর নেতৃত্বে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানবন্ধনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা অংশগ্রহণ করেন। এসময় বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা সংগঠনের পক্ষে খন্দকার শামসুজ্জামান নাহিদ ও আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাবলু) এর নেতৃত্বে মহাসকড়ের তেঁতুলতলায় পৃথকভাবে দাঁড়িয়ে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন মানবন্ধন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, যুগ্ম-সম্পাদক আফতাব উদ্দিন, লালু মেম্বার ও এ্যাড. জুয়েল উপস্থিত ছিলেন।