শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

তেঁতুলিয়া সঙ্গীত বিদ্যালয় ও শিল্পকলা একাডেমি

নানা সমস্যায় জর্জরিত তেঁতুলিয়া সঙ্গীত বিদ্যালয়। ১৯৯৭ সালের ২৫ শে মার্চ একঝাঁক উদীয়মান সংস্কৃতিমনা যুবকের একান্ত প্রচেষ্টায় গড়ে উঠে তেঁতুলিয়া সঙ্গীত বিদ্যালয়। তখন বিদ্যালয়টিতে বাংলাদেশ ধ্র“ব পরিষদ বোর্ডের সঙ্গীত সিলেবাস অনুযায়ী নিয়মিত সংগীতের ক্লাস হতো। পরবর্তীতে শিক্ষার্থীদের ত্রৈ-মাসিক ও বার্ষিক পরিক্ষার মাধ্যমে মেধার মূল্যায়ন করে সংগীতে সনদপত্র দেয়া হতো। সেই সময়ে তেঁতুলিয়ার ক্ষুদে শিল্পীদের মাঝে সঙ্গীত চর্চার জন্য তেঁতুলিয়ার ছেলে বিশিষ্ট সঙ্গীত অনুরাগী মো. তাজিরুল ইসলাম, দিনাজপুর থেকে আগত নৃত্য শিক্ষক পল্পব সাপ্তাহিক বৃহস্পতি ও শুক্রবার ক্লাস নিতেন। সপ্তাহের বাকি দিনগুলো সঙ্গীত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের সঙ্গীত চর্চার কাজ চালিয়ে নিতেন। এভাবে হাটি-হাটি পা করে তেঁতুলিয়া সঙ্গীত বিদ্যালয় এগিয়ে যায়। পরবর্তীতে তাজিরুল ইসলাম জীবন জীবিকার তাগিদে ঢাকায় চলে গেলে দক্ষ শিক্ষক ও অর্থনৈতিক কারণে আবারো সঙ্গীত বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গীত চর্চা থমকে যায়। ফলে মনোরম পরিবেশে গড়ে উঠা সঙ্গীত বিদ্যালয় ভবনটি প্রায় পরিত্যক্ত হলে ঝিমিয়ে পড়ে তেঁতুলিয়ায় সংগীতের কার্যক্রম। পরবর্তীতে ২০১০ সালে তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাংগীর আলম মিঞা পুনরায় স্থানীয়দের সহযোগিতায় চালুর উদ্যোগ নিলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল ইসলাম এরপরামর্শে বেশ ক’জন সংস্কৃতি মনা ব্যক্তিত্ব আনুষ্ঠানিকভাবে ‘‘তেঁতুলিয়া শিল্পকলা একাডেমি’’ চালু করেন। কিন্তু শিল্পকলা একাডেমির কোন নিজস্ব সম্পত্তি বা ভবন না থাকায় তেঁতুলিয়া সদরে পুরাতন ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ঘরে ক্ষুদে ৫০ জন শিশু শিল্পী নিয়মিত সঙ্গীত চর্চা করেন। সেখানে সঙ্গীত চর্চার পরিবেশ না থাকায় বর্তমানে শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের নিয়ে সঙ্গীত বিদ্যালয়ে পুনরায় সঙ্গীত চর্চা শুরু হয়েছে। কিন্তু বিদ্যালয় ও শিল্পকলা একাডেমির কোন উন্নয়ন তহবিল বা সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় নিয়মিত শিক্ষকদের অভাবে ছেলে-মেয়েরা সঠিকভাবে সঙ্গীত চর্চার সুযোগ পাচ্ছে না। বর্তমানে ৫০ জন শিশু শিল্পীর মাসিক ১০০ টাকা বেতন ছাড়া তেঁতুলিয়া শিল্পকলা একাডেমি কোন আয় নেই। এদিকে পঞ্চগড় শিল্পকলা একাডেমি থেকে বিদ্যালয়ে দু’জন শিক্ষক সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার দু’দিন সঙ্গীত র্চচার জন্য আসলেও তাদের মাসিক সম্মানী ভাতার ১০ হাজার টাকাও জুটে না। ফলে তেঁতুলিয়া সঙ্গীত বিদ্যালয় তথা শিল্প কার্যক্রম আবারো বন্ধের উপক্রম।
এ ব্যাপারে তেঁতুলিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. জাহাংগীর আলম মিঞা জানান, তেঁতুলিয়ার ছেলে-মেয়েরা পঞ্চগড় জেলার তুলনায় সঙ্গীত ও ক্রীড়া ক্ষেত্রে দেশে-বিদেশে বেশ সুনাম অর্জন করেছে। কিন্তু তেঁতুলিয়ায় শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠিত হলেও সরকারি কোন পৃষ্ঠপোষকতা পাচ্ছে না। তার মতে; তেঁতুলিয়া শিল্পকলা একাডেমি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে ভালো সঙ্গীত শিল্পী গড়ে তোলা সম্ভাব হবে।
তাই তেঁতুলিয়াবাসী সংস্কৃতি চর্চার একমাত্র প্রাণ কেন্দ্র তেঁতুলিয়া সঙ্গীত বিদ্যালয় ও শিল্পকলা একাডেমি চালু রাখতে সরকারের পৃষ্টপোষকতা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করেন। – See more at: http://www.fairnews24.com/details.php?nssl=b9009beb804fa097c04d226a8ba5102e&nttl=241020145461#.VEvnk8kxGsw
Spread the love