সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

তোমরাই সেরা তোমরাই আগামীর টেলিটক আগামীর সিম

প্রেস বিজ্ঞপ্তি : ‘‘তোমরাই সেরা তোমরাই আগামীর এই শ্লোগান রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলদেশ লিঃ। প্রতি বছরের ন্যায় এবারেও ১০শে নভেম্বর ২০১৪ হতে মেধাবী ছাত্র-ছাত্রী যারা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে তাদেরকে টেলিটক স্পেশাল নাম্বার সম্বলিত ফ্রি ‘‘টেলিটক আগামী’’ সীম বিতরনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন টেলিটক বাংলাদেশ লিঃ এর মার্কেটিং এন্ড সেল্স বিভাগের রংপুর জনের ডেপুটি ম্যানেজার মোঃ আলভি ইসলাম। এই কার্যক্রমে দিনাজপুরে সার্বিক দায়িত্বে আছেন মোঃ নুরুজ্জামান, মার্কেটিং এন্ড সেলস, দিনাজপুর। এর ধারাবাহিকতায় টেকিটক কাষ্টমার কেয়ার দিনাজপুর হতে প্রায় ৫,০০০ (পাঁচ হাজার) আগামী সিম বিতরণ করা হচ্ছে। এই সিমের মাধ্যমে সাশ্রয়ী কলরেটে (টেলিটক টু টেলিটক মাত্র ২৫ পয়সা, অন্য অপারেটরে ৬০ পয়সায় কথা বলতে পারবেন) ও সাশ্রয়ী রেটে (মাত্র ১০০ টাকায় ১ জিবি ডাটা মেয়াদ ৩০ দিন)। প্রতিবার ২৫টাকা রিচার্জে পাচ্ছেন ২৫ মিনিট টকটাইম, ২৫ মেগাবাইট, ২৫টি এসএমএস ও ৫ সেকেন্ড পাল্স। সিমের জন্য রেজিষ্ট্রেশনের মেয়াদা ১০ নভেম্বর এর পরিবর্তে আগামী ২২/১১/২০১৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে ছাত্র-ছাত্রীরা সেতু বন্ধন হিসেবে আগ্রণী ভূমিকা পালন করবে। টেলিটক আগামী সীম ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

 

Spread the love