বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

থাইল্যান্ডে ধ্বংসস্তূপ থেকে ৯ সৈন্যের লাশ উদ্ধার

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ধ্বংস্তূপের ভেতর থেকে উদ্ধার কর্মীরা ৯ সৈন্যের লাশ উদ্ধার করেছে। তাদের মধ্যে ১ জন সিনিয়র আঞ্চলিক কমান্ডার রয়েছেন বলে গণমাধ্যমে জানা গেছে। আজ মঙ্গলবার কর্তৃপক্ষ গণমাধ্যমকে একথা জানায়। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় ফায়িয়ো প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা পর সোমবার রাতে লাশগুলো উদ্ধার করা হয়। এসবের মধ্যে কয়েকজনের লাশ পুড়ে যায়।
প্রাদেশিক গভর্নর চুচাদ কীলাপায়েং গণমাধ্যমকে বলেন, আমরা লাশগুলো হাসপাতালে নিয়েছি। তিনি বলেন, কয়েকজনের লাশ এত বেশী পুড়ে গেছে যে, তাদের চেনা যাচ্ছে না। তিনি জানান, সেনা কমিটি এ হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করবে।

Spread the love