
উত্তর ও দক্ষিণ কোরিয়া সাত বছর পর এই প্রথম উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকে বসেছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ই্য়নহুপ এ কথা জানায়।
সম্প্রতি স্থল ও নৌ-সীমানা নিয়ে একের পর এক ঘটনার প্রেক্ষিতে আজ বুধবার সীমান্তবর্তী পানমুনজুম গ্রামে উভয় কোরিয়ার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের জেনারেল পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। তবে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এর আগে ২০০৭ সালের ডিসেম্বরে উভয় পক্ষের জেনারেল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ ধরনের বৈঠক সর্বশেষ করেন ।
উল্লেখ্য, চুক্তির বদলে অস্ত্রবিরতির মধ্য দিয়ে ১৯৫০-৫৩ সালের দুই কোরিয়ার সংঘর্ষের অবসান হওয়ায় উভয় দেশ বর্তমানে কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে।