
এশিয়ান গেমসে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। শনিবার কোরিয়ার কাছে ৭ গোল হজম করে মাঠ ছেড়েছেন চয়ন-মিমো-কৃষ্ণারা।
বাংলাদেশ দলের কোচ নাভিদ আলম বলেছেন, ‘ছেলেরা ভাল খেলেছে। কিন্তু শেষের দিকে কিছু সিলি মিসটেকের জন্য ২ গোল বেশি খেয়েছি আমরা। লড়াই করেছে ছেলেরা।ওমানের বিপক্ষে শেষ ম্যাচটাই আমাদের জন্য ফাইনাল। ওই ম্যাচে জয়ের আশা করছি আমি।’
তৃতীয় কোয়ার্টারের শুরুর দিকে ভালই প্রতিরোধ গড়েছিলেন লাল-সবুজ শিবিরের খেলোয়াড়রা। কিন্তু ৪২ মিনিটে পেনাল্টি কর্নার পেয়েছে দক্ষিণ কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন জংগয়ান জেং। ৫-০ গোলে এগিয়ে থেকে তৃতীয় কোয়ার্টার শেষ করেছে স্বাগতিকরা।
চতুর্থ কোয়ার্টারের শুরুতে আরও একটি গোল হজম করেছেন মিমো-চয়ন-কৃষ্ণারা। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কোরিয়ার পক্ষে ৬ষ্ঠ গোলটি করেছেন জংগয়ান জেং। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই বাংলাদেশের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন হায়উনউ নাম। ৭-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্ব র্যাংঙ্কিয়ের ৮ নাম্বারের দলটি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩০ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।