সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ চীন সাগরের মালিকানা-বিরোধ মামলায় হেরে গেছে চীন

দক্ষিণ চীন সাগরের মালিকানা-বিরোধ নিয়ে মঙ্গলবার দেওয়া আন্তর্জাতিক আদালতের রায়ে হেরে গেছে চীন। এর আগে ফিলিপাইন চীনের বিরুদ্ধে এ মামলা করে।

চীনের দাবি, দক্ষিণ চীন সাগর তাদের সার্বভৌম অঞ্চল। এ দাবির বিপক্ষে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতের স্থায়ী সালিশ আদালত মঙ্গলবার রায়ে বলেন, এ সাগরের জলভাগ ও প্রাকৃতিক সম্পদের ওপর চীনের ঐতিহাসিক নিয়ন্ত্রণ আছে, এমন কোনো প্রমাণ নেই।

রায়ের প্রতিক্রিয়ায় চীন বলেছে, এ রায় অসত্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এ রায় প্রত্যাখ্যান করেছে দেশটি।

দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০ শতাংশ অঞ্চলের মালিকানা দাবি করে থাকে চীন। এ সাগরের দ্বীপপুঞ্জ ও শৈলশ্রেণিরও মালিকানা দাবি করে তারা। তবে কিছু কিছু দ্বীপ ও রিফের  (শৈলশ্রেণি) মালিকানা অন্যান্য দেশও দাবি করে থাকে। এ নিয়ে দীর্ঘদিন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ চলে আসছে।

মঙ্গলবার আদালতের রায়ে বলা হয়েছে, ফিলিপাইনের সার্বভৌম অধিকার খর্ব করছে চীন। আরো বলা হয়েছে, কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরি করে কোরাল রিফের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট করছে তারা।

জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক সমুদ্র আইনের অধীনে মঙ্গলবার রায় দিয়েছেন স্থায়ী সালিশ আদালত। এ আইনে চীন ও ফিলিপাইনের স্বাক্ষর রয়েছে।

রায় মানার বাধ্যবাধকতা রয়েছে। তবে তা না মানলে শক্তি প্রয়োগের এখতিয়ার নেই আদালতের হাতে।

এদিকে রায়কে সামনে রেখে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে বিমানবাহী জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সম্পাদকীয় লিখেছে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস। এতে যুক্তরাষ্ট্রকে ‘সামরিক সংঘাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে’।

এরইমধ্যে বিরোধপূর্ণ দ্বীপের কাছে সামরিক মহড়ায় নিয়োজিত আছে চীনের নৌবাহিনী। আদালতের রায়ের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়েই যত সংশয়।