বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

‘দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার বিভিন্ন কর্মসূচী পালন করছে’

দিনাজপুর জেলা  পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী বলেছেন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সরকারি সেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছে।  পাবনা ও দিনাজপুর জেলার স্থানীয় ইস্যুগুলো নিয়ে নারীর ক্ষমতায়ন, মাতৃ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি বিষয় যে সুপারিশগুলো এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সংসদে সংরক্ষতি মহিলা আসনের সংখ্যা ৩৩ শতাংশে উন্নীতকরন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ সকল পদে চিকিৎসক নিয়োগ ও চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরন, হত দরিদ্র শিক্ষার্থীদের জন্য ১০০ ভাগ বৃত্তির ব্যবস্থা নিশ্চিতকরণ ও কৃষি ঋণ গ্রহণের পদ্ধতি হিসেবে কৃষি কার্ডই কৃষকদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য  হবে যদি কৃষি বান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিতে হয়।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর সদর হাসপাতাল হল রুমে সমুন্নয় ও পরশী সংস্থার যৌথ আয়োজনে ইউএসআইডি, দি এশিয়া ফাউন্ডেশন, ইউকেএইড-এর সহযোগিতায় নাগরিক অংশগ্রহণ ও পারস্পারিক মতবিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক সুশাসন মজবুত করণ  প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পাবলিক পলিশি ফরাম দিনাজপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ এর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা। স্বাগত বক্তব্য রাখেন পরশী সংস্থার নির্বাহী পরিচালক আফজাল হোসেন। দিনাজপুর ও পাবনার জনমত জরিপ বিষয় নিয়ে বক্তব্য রাখেন সমুন্নয় প্রজেক্ট কো-অর্ডিনেটর দিলরুবা ইয়াসমিন চৌধুরী।  আলোচনায় অংশ নেন সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ব্লাস্ট এর সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মনিরা, শহিদুল ইসলাম প্রমুখ।

Spread the love