
ছবিলাল সরকার, দিনাজপুর: আইন কমিশনের সুপারিশকৃত ‘‘বৈষম্য বিলোপ আইন-২০১৪’’ প্রনয়নসহ দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবীর সমর্থনে দিনাজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত জনগোষ্ঠী। শুক্রবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডি,আই,আর,এম) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর নারী-পুরম্নষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে তাদের ৮ দফা দাবীর সমর্থনে বক্তব্য রাখেন, বিডি,আই,আর,এম-এর দিনাজপুর শাখার সহসভাপতি নয়ন দাস, সাধারন সম্পাদক স্বপন কুমার দাস ও কার্যকরী সদস্য স্বপ্না রানী।