
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল যথাসময়েই অনুষ্ঠিত হবে। তিনি দলের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি খসড়া তৈরি করতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জেলা সম্মেলন সম্পন্ন করতে এবং যথাসময়ে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য নতুন কমিটি গঠন করতেও দলের নেতাদের প্রতি নির্দেশ দেন। দীর্ঘদিন পর আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে গিলে দলের নেতাদের সাথে আলাপকালে এসব কথা বলেন। গত ৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে পুনরায় ক্ষমতায় আসার পর ধানমন্ডি অফিসে এটিই প্রধানমন্ত্রীর প্রথম পরিদর্শন।
শেখ হাসিনা বিকেল ৪টা ৩০ মিনিটে ধানমন্ডি অফিসে পৌঁছেন। তিনি দলের সিনিয়র নেতাদের সাথে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি এক ঘণ্টারও বেশী সময় এখানে অবস্থান করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন ও নুহ-উল-আলম এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগ যুগ্মসম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ ও ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানত দলের সাংগঠনিক বিষয় নিয়ে এবং সারাদেশে দলের বর্তমান কাউন্সিল নিয়ে আলোচনা করেছেন। তিনি এ পর্যন্ত কতটি জেলায় কাউন্সিল হয়েছে এবং আর কতটি জেলায় কাউন্সিল হচ্ছে- এ ব্যাপারে জানতে চান। তিনি যথাশিগগির সম্ভব দলের সকল জেলা কাউন্সিল সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করেন।