শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করায় ফখরুল ইসলামের নিন্দা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ডা: দেওয়ান সালাহউদ্দিন এবং সাভার পৌর মেয়র ও সাভার পৌর বিএনপি’র সভাপতি রেফাত উল্লাহকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানীমূলক মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্তণে সরকারের ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেয়ার জন্য বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সাজানো মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, গ্রেফতারকৃত নেতাকর্মীদের আইনী প্রতিকার পাওয়ার অধিকারটুকুও খর্ব করছে বর্তমান সরকার। জনবিচ্ছিন্ন শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী রাজনীতি ও বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত না হওয়ার জন্য ভীতি সৃষ্টিই এর একমাত্র লক্ষ্য। তারা একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য নানামুখী অপকৌশল এঁটে যাচ্ছে। আর সেই অপকৌশলের অংশ হিসেবে সারাদেশে বিএনপি’র পূণর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় ডা: দেওয়ান সালাহউদ্দিন এবং রেফাত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তিনি তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।