বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীলীগ

আসন্ন ১০ম54708 জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ৩শ আসনের মধ্যে ১৮০টি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ৭টি বিভাগের মধ্যে চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কিছু অংশ বাদে অবশিষ্ট বিভাগের আসনগুলোতে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। বাকি আসনগুলোতে শিগগিরই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এসব আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ সন্ধ্যার পরে আবারো ঠৈকবে বসবে কমিটি। এ বৈঠকেই বাকি আসনগুলোতে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, গত ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম করে। এতে ৩শ আসনের বিপরীতে ২ হাজার ৬০৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ