মঙ্গলবার ৫ ডিসেম্বর ২০২৩ ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দলের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

 রাজনৈতিক কর্ম কৌশল নির্ধারণে দলের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাত ৯টায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, শাহ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, হারুন আল রশিদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মুবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মজিবুর রহমান সরওয়ার, মশিউর রহমান, আসাদুল হাবিব দুলু, হারুনূর রশিদ, ডা. শাখাওয়াত হোসেন জীবনসহ মোট ২২ জন ভাইস চেয়ারম্যান এবং যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক অংশ নেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Spread the love