শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভ্রাম্যমান আদালত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দিনাজপুরের দশ মাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক ৯টি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৭ অক্টোবর শনিবার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র (ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের কাগজপত্র, ফিটনেস, ইন্স্যুরেন্স) না থাকায় দশমাইল হতে বীরগঞ্জ মহাসড়কে এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান। দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দীর নেতৃত্বে উক্ত সড়কে ৬টি ইজিবাইক, ২টি নসিমন ও ১টি পাগলু গাড়ীসহ মোট ৯টি গাড়ীতে ২৫ শত টাকা জরিমানা আদায় করে।