জিল্লুর রহমান মল পলাশ, গাইবান্ধা
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য জাতীয় পার্টি থেকে এবার গাইবান্ধা জেলার ৫ আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকেই মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তবে দুটি আসনে মনোনয়ন পেয়েছেন দলে একেবারেই নতুন দু’জন সদস্য। এদের মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাপা কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবার দলীয় মনোনয়ন পেয়েছেন। যিনি দলে এবং এলাকার নির্বাচনী তৎপরতায় অংশ নেয়া একেবারেই নবীন প্রার্থী। এছাড়া গাইবান্ধা-২ আসনে পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি বর্তমান গাইবান্ধা সদরের উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার। গত নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পেয়ে মহাজোটভূক্ত নির্বাচনের কারণে আ’লীগ দলীয় প্রার্থীর অনুকুলে তাকে মনোয়ন প্রত্যাহার করে নিতে হয়। এর আগে তিনি পর পর তিনবার এ আসনে নির্বাচিত সদস্য ছিলেন। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে মনোনয়ন পেয়েছেন দলে এবং নির্বাচনী তৎপরতায় একেবারেই নতুন মুখ। জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাশবাড়ি উপজেলার নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফর রহমান চৌধুরী পুনরায় মনোনয়ন লাভ করেছেন। এর আগে তিনি ৩ বার এ আসনে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বেগম রওশন এরশাদ। তিনি এর আগেও একবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত নির্বাচনেও আ’লীগ দলীয় অ্যাডভোকেট ফজলে রাবিব মিয়ার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।