
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : বিরল উপজেলার ১২নং দামাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিডডে-মিল কার্যক্রম পরিদর্শন ও মত অভিভাকদের নিয়ে মত বিনিময় করেছেন বিরল উপজেলা প্রশাসন। ১৯ নভেম্বর বুধবার দুপুরে দিনাজপুর বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের আন্তর্গত ১২নং দামাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে-মিল কার্যক্রম পরিদর্শন উপলক্ষে অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন সিএমসির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক। মিডডে-মিল কার্যক্রম পরিদর্শন ও অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল খায়রুম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনম বজলুর রশিদ কালু, উপজেলা শিক্ষা অফিসার প্রত্যুষ কুমার চট্টোপাধ্যায়, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোাঃ তোসাদ্দেক হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা কাওছার জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ লতিফুর রহমান। উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সকল অভিভাবকদের উদ্দেশ্যে শিশুদের ভবিষ্যত জীবনের উন্নতিসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।