
দারিদ্রতা আর শারিরীক অসুস্থতাকে হার মানিয়ে অদম্য সাইফুলের এগিয়ে চলা
হাসনাত সালেহীন
পরীক্ষার আগেই অসুস্থ হয়ে পরে সে। কোন উপায় না পেয়ে ধার বাকি করেই
অপারেশন করাতে হয়। পরীক্ষার দিনেও প্রাইভেট টিউশনী পড়াতে হয়েছে। ৭
ভাই-বোনসহ মায়ের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। এমনই অবস্থার মধ্যে ২০১৪
সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন ‘এ’ প্লাস) পেয়ে মায়ের মুখে হাসি
ফুটায় সাইফুল ইসলাম।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত তাহিরপুর গ্রামের মৃত কাছা মিয়া
ও মিনারা বেগমের ৬ষ্ঠ সন্তান সে। আর্থিক অসঙ্গতির কারণে বড় দুই ভাই ও তিন
বোনের পড়ালেখা মাঝপথেই বন্ধ হয়ে গেছে। কিন্তু মা আর নিজ শিক্ষা
প্রতিষ্ঠান তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের
অনুপ্রেরণায় পাহাড়সম চড়াই উৎরাই পেরিয়ে অদম্য তার পথচলা।
২০১১ সালে জুনিয়র দাখিল সার্টিফিকে (জেডিসি) পরীক্ষায় বৃত্তি পায় সে।
পরবর্তীতে তার পড়াশুনায় পাশে এসে দাড়ায় শেভরণ বাংলাদেশ। পরপর দু’বার
শেভরণ শিক্ষা বৃত্তি পেয়ে দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে। প্রতি
ক্লাশে তার রোল এক হওয়া চায়। আর্থিক সঙ্গতির না থাকার কারণে কখনও
প্রাইভেট পড়া হয়নি। তবে সকলের দোয়া নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়
সে। ইংরেজী সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ তার। ভবিষ্যতে ইংরেজী সাহিত্যে
অধ্যাপনা করার ইচ্ছে আছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাইফুল ইসলাম
জানালো তার কথা। সে চায় না টাকাপয়সার অভাবে কারও যাতে পড়ালেখা বন্ধ না
হয়ে যায়, সে জন্য সে অধ্যাপনার পরিকল্পনা করেছে। যাতে তার মতো গরীব-দুঃখী
ছাত্রদের পাশে দাঁড়াতে পারে।
উল্লেখ্য, বর্তমানে সে তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসায় আলিম
১ম বর্ষে অধ্যায়নরত। নিজে প্রাইভেট টিউশনী করিয়েই নিজের ও ছোট বোন জনি
আকতার সায়মার পড়াশুনার খরচ চালায় সে।
তাহিরপুর গ্রামে তিনশতকের উপর ভিটে মাটি ছাড়া আর কোন সম্পত্তি রেখে যেতে
পারেনি তার পিতা। এনিয়ে নেই কোন আক্ষেপ। নিজেদের ছোট ঘরেই ভাড়া করা
বৈদ্যুতিক বাতি দিয়ে রাত জেগে পড়াশুনা করতো সে।
মা মিনারা বেগম শত কষ্টের মাঝেও তার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ
দেন। ১২ বছর পূর্বে তার পিতা মারা যায়। তারপর থেকেই গর্ভধারীণি মা ও
বড়ভাই মিরাসউদ্দিনের চেষ্টাকে সাথী করে সে এতোটা পথ পাড়ি দিয়েছে। অধ্যক্ষ
আফজল হোসেন তালুকদার বলেন, আমি প্রতিদিনই তার খোঁজ খবর নেই।
ফিচার লেখকঃ হাসনাত সালেহীন (এসএমএ হাসনাত), বিএসএস (অনার্স), এমএসএস
(গণযোগাযোগ ও সাংবাদিকতা), রাঃবিঃ এবং সংবাদ ও উন্নয়ন কর্মী। যোগাযোগঃ
মুঠোফোন: ০১৭১০৮৭৪০০৪, ০১৬৭৬৩১৯৮১৯ ই-মেইল: smahasnat@gmail.com