শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা লিল্লাহ্ বোডিং ও এতিমখানার বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম, দিনাজপুর : গতকাল ১৪ অক্টোবর সকাল ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে দিনাজপুর সদর উপজেলার মাহুতপাড়ায় অবস্থিত দারুল কুরআন ইসলামীয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি দিনাজপুর পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ শওকত আলী, মাসুদুর রহমান এডিশন, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন, কোষাধ্যক্ষ মোঃ শামসুজ্জামান (সামু), দপ্তর সম্পাদক এনামুল হকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বার্ষিক আয়-ব্যয়ের সকল সার্বিক বিষয় নিয়ে বিসত্মারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য কম্পিউটার শিক্ষা, ড্রাইভিং শিক্ষা, অটোমোবাইল সার্ভিসিং, ইলেকট্রোনিক্স প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। পর্যালোচনা শেষে বিগত মরহুম প্রাক্তন নির্বাহী সদস্যদের রম্নহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Madrasa.1