বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দালিত জনগোষ্ঠীকে সরকারের সকল সেবার আওতায় আনা হবে—-ইউএনও পীরগঞ্জ

Pir বিষ্ণু পদ রায়,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাববীর আহম্মদ বলেছেন,আদিবাসী ও দালিত সম্প্রদায়ের জনগোষ্ঠীকে সরকারের সকল সেবার আওতায় আনা হবে। তাদের এখন আর ভিন্ন চোখে দেখা হয় না। সমাজের অন্যান্যদের মত তারাও মানুষ। এটি আমাদের ভুলে গেলে চলবে না। মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে  আন্র্জাতিক বর্ণ বৈষম্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সংস্থা ইএসডিও পীরগঞ্জ অফিস থেকে র‌্যালী বের হয়। শহর দক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। উপজেলা আদিবাসী উন্নয়ন ফোরামের সভাপতি মাইকেল হাজদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, ইউএনও শাববীর আহম্মদ, ওসি এ কেএম মেহেদী হাসান, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, উপজেলা প্রকৌশলী তাজমিল হোসেন, ইএসডিও’র সেক্টর কো- অর্ডিনেটর শাহ মোঃ আমিনুল হক, সমন্বয়কারী কাজী সিরাজুস সালেকিন, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, উপকারভোগী কানন কিসকু, মোহন, জোসেফ প্রমূখ। সভায় আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, মাদক ও ভুমি অধিকার বিষয়ে আলোকপাত করায়। সভা পরিচালনা করেন সংস্থার সিএফ নুরুন নাহার।

Spread the love