
সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, শেখ হাসিনার সময়ই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাকেও খুঁজে বের করতে পারেনি। এখন সালাহ উদ্দিনকে গুম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকেও খুঁজে বের করতে পারছে না। সালাহ উদ্দিনকে খুঁজে বের না করলে এর দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার দুপুরে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সালাহ উদ্দিনকে অপহরণের প্রদিবাদে নার্সেস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘হরতাল-অবরোধের মতো গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের ইশারায় সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা মারা হচ্ছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইলে তারাই একদিন আর কোনো নির্দেশ পালন করবে না।’
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, স্বাধীনতার মাসে শপথ নিতে হবে যারা বাংলাদেশকে বদ্ধভূমি বানাতে চায় তাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য আরেকটি যুদ্ধ করতে হবে। দেশের অনেক মানুষ তাদের পরিবারের সদস্য হারিয়েছে। মানুষ বেঁচে থাকার অধিকার চায়। আমরা যারা জীবিত আছি তাদেরকেই এ অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সংগ্রাম ছাড়া বিকল্প নেই।
আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) শওকত মাহমুদ, এস এম রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর প্রমুখ।