
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের সভাপতি প্রফেসর আহমেদ হোসেন. সহধর্মীনিসহ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ২৮ অক্টোবর দক্ষিণ কোরিয়া যাত্রা করবে। উক্ত সম্মেলনে তার সহধর্মীনি শিক্ষিকা রওশন আরা বেগম অ্যাকোমপেনি পারসন হিসেবে অংশগ্রহণ করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও সংস্থাপন মন্ত্রনালয়ের সম্মতিক্রমে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রনালয়ের আদেশে ৪৬জন সদস্য দক্ষিণ কোরিয়ায় ৩-৮ নভেম্বর ২০১৫ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সমাজ উন্নয়ন কর্মকান্ডসহ বাংলাদেশ স্কাউট এর সার্বিক সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ স্কাউট তথা বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করেছে।
সমাজ উন্নয়ন কর্মকান্ডসহ বাংলাদেশ স্কাউট এর সার্বিক সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ স্কাউট তথা বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করেছে।