দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর চিরিরবন্দর আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ -৫ পেয়েছে। আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর জেলার শীর্ষ রয়েছে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সেরা দশের মধ্যে ৪র্থ স্থানে রয়েছে। এবারে এসএসসি পরীক্ষায় আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই জিপিএ-৫ পেয়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে সেরা দশ বিদ্যালয়ের শীর্ষে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ৩৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।
সেরা দশের শীর্ষ তালিকার ২য় স্থানে রয়েছে রংপুর জিলা স্কুল। ২৩৬ জনের মধ্যে সকলেই উত্তীর্ণ হয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। ৩য় স্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়। ২০৮ জন সকলেই উত্তীর্ণ হলেও জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন। ৪র্থ স্থানে রয়েছে দিনাজপুরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ৭০ জনের মধ্যে উত্তীর্ণ সকলেই জিপিএ-৫ পেয়েছে। ৫ম স্থানে রয়েছে রংপুর ক্যান্টের দি মিলিনিয়ান স্টারস্ স্কুল এন্ড কলেজ। ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। ৬ষ্ঠ স্থানে রয়েছে সৈয়দপুর সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই প্রতিষ্ঠানে ১২০ জনের মধ্যে সকলে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ জুটেছে ১১৫ জনের ভাগ্যে। ৭ম স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এর ৪৮ জন পরীক্ষার্থীর উত্তীর্ণ সকলেই জিপিএ-৫ পেয়েছে। ৮ম স্থানে রয়েছে দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ১২৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে সকলেই। জিপিএ-৫ পেয়েছে ১২২ জন। ৯ম স্থানে রয়েছে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ১৫৬ জনের মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন। ১০ম স্থানে রয়েছে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়। ২০৮ জনের মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন।