রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের উপজেলায় নির্বাচনী সহিংসতার অভিযোগপত্র আদালতে

courtরতন সিং, দিনাজপুর ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচনী সহিংসতার অভিযোগে দিনাজপুর জেলার ১১টি উপজেলায় ১২৮টি মামলার মধ্যে ২১টি মামলা পুলিশ তদন্ত করে ১ হাজার ১৯৭ জন বিএনপি-জামায়াত-শিবির ক্যাডারদের আসামী করে আদালতে অভিযোগপত্র পেশ করেছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, গত ১০ জুন বিকেলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাগণ নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়েরকৃত ১২৮টি মামলার মধ্যে ২১টি মামলার তদন্ত সম্পন্ন করে ১ হাজার ১৯৭ জন বিএনপি-জামায়াত-শিবির ক্যাডারদের আসামী করে আদালতে বিচারের জন্য অভিযোগপত্র দাখিল করেছে।

দাখিলকৃত অভিযোগপত্রে আসামীদের মধ্যে তদন্ত চলাকালীন সময়ে পুলিশ ২৯৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। অবশিষ্ট ৯০২ জন আসামী পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী করার আবেদন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে নির্বাচনী সহিংসতা ঘটনার সময় সংগঠিত ঘটনার ভিডিও চিত্র এবং প্রাপ্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সরকার বিরোধী নাশকতামূলক ঘটনা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে।

শনাক্তকৃতদের এই চাঞ্চল্যকর ঘটনার মামলার অভিযোগপত্রে আসামীর তালিকাভুক্ত করা হয়েছে। অভিযোগপত্র পেশকৃত মামলার মধ্যে রয়েছে কোতয়ালী ৩, পার্বতীপুরে ২, চিরিরবন্দরে ৩, ঘোড়াঘাটে ১, নবাবগঞ্জে ২, বীরগঞ্জে ৩, খানসামা ৩, কাহারোলে ২ ও বিরামপুরের ২টি মামলা রয়েছে। নির্বাচনী সহিংসতায় অবশিষ্ট ১০৭টি মামলা তদন্ত কাজ অব্যাহত রয়েছে।

বুধবার পুলিশ কর্মকর্তাদের দাখিলকৃত নির্বাচনী সহিংসতার ২১টি মামলার অভিযোগপত্র সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গ্রহণ করেন। অভিযোগপত্রে পালিয়ে থাকা ৯০২ জন আসামীর বিরুদ্ধে বিচারক গ্রেফতারী পরোয়ানা জারী করার আদেশ দেন। পুলিশ কোর্টের সূত্রে জানা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে বিচারকের আদেশ অনুযায়ী গ্রেফতারী পরোয়ানাগুলো সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।

উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারীর ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণের আগে ও পরে দিনাজপুর জেলার ৫টি সংসদীয় আসনের অন্তর্গত ১১টি উপজেলায় ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, ভোটদানে বাধা, সংখ্যালঘুদের হুমকি এবং নির্বাচনের পক্ষের লোকজনের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে ১২৮টি মামলা দায়ের করা হয়। ১হাজার ২২৬ জন বিএনপি, জামায়াত-শিবির ক্যাডারের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৫ হাজার ৩শ নির্বাচন বিরোধী উচ্ছৃংখলদের মামলার আসামী করা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন জানান, জেলার পার্বতীপুর উপজেলায় ১৮টি মামলায় ২৯০০, বিরামপুরে ১৪টি মামলায় ২২৫০জন, ফুলবাড়ীতে ১২টি মামলায় ২০৫০ জন, বীরগঞ্জে ১২টি মামলায় ২৮০০ জন, চিরিরবন্দরে ১২টি মামলায় ২৬৫০জন, দিনাজপুর সদরে ১১টি মামলায় ৩৪০০জন, কাহারোলে ১১টি মামলায় ২১৫০জন, ঘোড়াঘাটে ১২টি মামলায় ৩১৫০জন, খানসামায় ৯টি মামলায় ১৫০০জন, নবাবগঞ্জে ৯টি মামলায় ১৫০০জন এবং হাকিমপুর উপজেলায় ৮টি মামলায় ১২৫০জনকে আসামী করা হয়েছে।