
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের উপশহরে ব্যবসায়ীর বাসায় নামধারী দম্পতির সন্ত্রাসী হামলায় কোতয়ালী থানায় অভিযোগ হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপশহর ৭নং ব্লকের চাউল ব্যবসায়ী আকতারুজ্জামান গত ১৮ অক্টোবর শনিবার বিকেলে ব্যবসায়ীক কাজে বাসার বাইরে থাকায় শহরের মিশন রোডস্থ মৃত.আহসান চৌধুরীর পুত্র মো. আরাফাত চৌধুরী (২৭) ও তার স্ত্রী এ্যালিনা ঝিলিক লিংকা (২২) দম্পতি পূর্বের শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা চালায়। হামলা চলাকালীন সময়ে অভিযোগকারীর স্ত্রী ও কন্যা বাসায় উপস্থিত ছিলেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, উপরোক্ত দম্পতি সন্ত্রাসী হামলা চালিয়ে বাসার স্টীলের সোকেজ কাঁচের গ্লাস, থালা বাসন, ম্যাজিক চুলা, রাইস কুকার, প্রাইপেন, কাঁচের যাবতীয় মালামালসহ চেয়ার, টেবিল, লোহার রেক ব্যাপক ভাংচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এরপরে অভিযোগকারী আকতারুজ্জামান’র স্ত্রী আজমিরা চৌধুরীকে চড় থাপ্পর ও কিলঘুষি মেরে জখম করে সোকেজের ড্রয়ার ভেঙ্গে নগদ ২৭ হাজার টাকা উপরোক্ত দম্পতি জোরপূর্বক নিয়ে বের হয়ে যায় বলে অভিযোগকারী অভিযোগে উল্লেখ করেছেন। বের হওয়ার সময় উপরোক্ত দম্পতি অভিযোগকারীর স্ত্রী ও তাকে খুন জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগকারী আকতারুজ্জামান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সুষ্টু তদন্তসাপেক্ষে উপরোক্ত দম্পতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন। রিপোটটি লিখা পর্যন্ত ঘটনার অভিযোগে মামলার তদন্ত চলছিল বলে কোতয়ালী থানা সূত্রে জানা যায়।