
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার॥ গতকাল বুধবার দিনাজপুরের ঐতিহাসিক রাজবাটী শ্রী শ্রী কালিয়াজীউ মন্দিরে এবং অফিসে বন্ধু চলা প্রকল্পের আওতায় বন্ধু চুলা প্রোগ্রাম দিনাজপুরের উদ্যোগে বিনামূল্যে সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে।
সৌর বিদ্যুৎ উৎপাদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজদেবোত্তর এষ্টেটের এজেন্ট শ্রী অমলেন্দু ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধু চুলা প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক নূর বক্ত মিঞা, মহিলা কাউন্সিলর মাহামুদা খাতুন জ্যোস্না, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য মিহির ঘোষ, রাজবাটী মহলা আওয়ামীলীগের সভাপতি মিনাউল ইসলম মানিক, সাধারণ সম্পাদক সুশান্ত নারায়ন ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সহ-সভাপতি দেবাষীশ ভট্টাচার্য্য, রাজবাটী হরিসভা কমিটির সভাপতি শ্রী বিনোদ সরকার ও এইচআরসিবিএম দিনাজপুর চ্যাপ্টারের সভাপতি প্রেমনাথ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মীয় নেতা অশক কুমার কুন্ড। প্রধান বক্তা হিসেবে বন্ধু চুলা প্রোগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক গোলাম কিব্রিয়া বলেন, বাংলাদেশে প্রতি বছর ৩২ হাজার শিশু ও ১৪ হাজার মহিলা শুধামাত্র রান্না ঘরের ধোঁয়া জনিত রোগের কারণে অকালে মারা যায়। তাই রান্না বান্নায় সনাতন চুলার ব্যবহারের পরিবর্তে বন্ধু চুলা ব্যবহার সমন্ধে মানুষকে সচেতন করতে হবে। আসুন আধুনিক ও পরিবেশ বান্ধব জ্বালানী সাশ্রয় বন্ধু চুলা নিজে ব্যবহার করি এবং অপরকে ব্যবহার করতে উৎসাহিত করে।