বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের কর্নাই গ্রামের কদমতলীতে শ্রীরামকৃষ্ণ গ্রামীণ শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কর্নাই গ্রামের কদমতলীতে শ্রীরামকৃষ্ণ গ্রামীণ শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমোয়ানন্দ মহারাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ ধ্রুবেশানন্দ মহারাজ, দিনাজপুর  রামকৃষ্ণ আশ্রম ও মিশনের নব নিযুক্ত অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ, ভারতের পুরি আশ্রমের স্বামী দিনকরানন্দ মহারাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী পুলিন বিহারী চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, কদম তলী পুজা কমিটির সভাপতি দীনেশ চন্দ্র রায়, বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রফুল­ কুমার রায়, প্রকৌশলী দেবাশীষ ভট্টাচার্য্য, মানো বালা রায়, মাধব চন্দ্র রায়, নকুল চন্দ্র রায়, সোবহান প্রমুখ।

উলে­খ্য, গত ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস হামলা, বাড়ীঘর লুটপাট ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এতে করে সহিংসতার শিকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মনোবল ভেঙ্গে পড়ে। দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম দুর্গতদের সহায়তা করে এবং সেখানে একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। তার ফলশ্রুতিতে গতকাল বুধবার সেই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারোদ্ঘাটন করা হয়।

তিন কক্ষ বিশিষ্ট ও পৃথক দুটি শৌচাগারসহ শিক্ষা কেন্দ্র ভবনটি নির্মানে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১২ লাখ টাকা। শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের দৈনন্দিন পাঠ দান ছাড়াও লাইব্রেরী ও দাতব্য চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম চলবে। অনুষ্ঠান পরিচালনা করেন ভক্তিপ্রদানন্দ মহারাজ ও ধন্যবাদ জ্ঞাপন করেন অজয় চ্যাটার্জী। এ সময় গ্রামের শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।