শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের কাহারোলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে শিশু বিবাহ বন্ধ

দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের কাহারোলে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বন্ধ হলো শিশু বিবাহ।

উপজেলার রসুলপুর ইউনিয়নের সুন্দরবন গ্রামের মহসিন আলীর মেয়ে চামদুয়ারী দাখিল মাদ্রসার ৬ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী মোস্তারিন জাহান মনি (১১) এর সাথে ডাবোর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেকের ছেলে মো: সাদ্দাম (২১)-এর বিয়ে ঠিক হয়। গত ১৯মে/২০১৪ইং তারিখ সকলের অজান্তে রাতে তাদের বিয়ে দেওয়ার কথা। গোপন সংবাদের মাধ্যেমে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল রাত আনুমানিক ১১টার সময় মো: মহসিন আলীর বাড়ীতে উপস্থিত হয়ে এই শিশু বিবাহটি বন্ধ করে দেন । এ সময় তিনি ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া হলে পরিবারের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষনা দেন।