আব্দুর রাজ্জাকঃ
দিনাজপুরের কাহারোল উপজেলায় স্কুল কর্তৃপক্ষ জোরপূর্বক অবৈধভাবে জমি দখলের চেষ্টায় বেপরোয়া হওয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীসহ গ্রামবাসীরা।
সরেজমিনে গ্রামবাসী জানান, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের ৯নং জয়নন্দ ওয়ার্ডের অন্তর্গত রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাথে ১৭৫ ও ১৮০ নং দাগে যথাক্রমে .৬৬ শতক ও .৪৬ শতক বৈধ জমি অবৈধভাবে দখলের চেষ্টা চলছে। জমিগুলো কাহারোল উপজেলাধীন রাঙ্গাচাটা হাটস্থ জোতমুকুন্দপুর গ্রামের মৃত গফুর আলীর পুত্র মো. জলিল পাঞ্জিয়ার’র ক্রয়কৃত বৈধ জমি, যা বর্তমানে দখলে রয়েছে বলে গ্রামবাসী প্রতিবেদককে জানান। কিন্তু উক্ত প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হামিদ মাস্টার ও প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়সহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক মেম্বার ও প্রধান শিক্ষক মো. রহমতউল্লাহ জোরপূর্বক উক্ত জমিগুলোর মধ্যে ১৭৫নং দাগের .৬৬ শতক জমি অবৈধভাবে দখলের পায়তারা করছে বলে দাবী মুল দলিল সম্বলিত জমির বৈধ মালিক জলিল পাঞ্জিয়ার। জলিল পাঞ্জিয়ার আরও বলেন, গত ২০০৮ সালে জমির মুল মালিক সেতাবগঞ্জস্থ হরিশচন্দ্রপুর গ্রামের মৃত কছিমউদ্দিনের পুত্র একরামুল হক ও আইনুল হক মুল দলিল মারফত তাঁর নিকট বিক্রয় করে। কিন্তু উক্ত .৬৬ শতক জমির পূর্বের মুল মালিক’র পুত্র মহসিন কাজী ও মতিয়ার কাজী ২০১০ সালে স্কুল দুটিতে দান করেছে বলে প্রাইমারী ও দ্বিমুখী বিদ্যালয় কর্তৃপক্ষ দাবী করে। এতে স্কুল কর্তৃপক্ষদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রকৃত মালিক দাবী মর্মে পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন জলিল পাঞ্জিয়ার। যার মামলা নং-২০/১০ ও ২২/১০। এছাড়াও উক্ত জমি সংক্রান্ত বিষয়ে জলিল পাঞ্জিয়ার ও তাঁর ছেলেকে বিভিন্ন ধরনে ভয় ভীতি ও মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি জানান। কিন্তু এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করার সাহসও জলিল পাঞ্জিয়ার পাচ্ছে না বলে তিনি প্রতিবেদককে জানান।
এ ব্যাপারে উপরোক্ত রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় প্রতিবেদককে জানান, জলিল পাঞ্জিয়ার বিজ্ঞ আদালতে মামলা করায় আমরা লড়ছি। আর স্কুলের সভাপতি আব্দুল হামিদ কাজী উক্ত মামলা পরিচালনা করছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে রুকুনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমতউল্লাহ প্রতিবেদককে জানান, জলিল পাজ্ঞিয়ার বিত্তশালী হওয়ায় আরও অনেক স্থানে জমি ক্রয় করতে পারতো। কিন্তু স্কুলের পাশ্বে জমি ক্রয় করার কি তার দরকার ছিল? তার মামলার প্রেক্ষিতে আমরাও উচ্চ আদালতে মামলা করেছি।