বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরের কাহারোলে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সড়ক দূর্ঘটনায় বাসের চাপায় শিশু নিহত হয়েছে।

কাহারোলে বাসের চাকায় পিষ্ট হয়ে আইরিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ভেরন্ডাবাড়ী নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত আইরিন কাহারোল উপজেলার বলরামপুর গ্রামের আব্দুর রাজ্জাক’র মেয়ে ও কাহারোলের প্রভাতী কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্রী প্রথম শ্রেণির ছাত্রী। শিশু আইরিন তার পরিবারের সদস্যদের সাথে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ দেখতে আসছিল।

কাহারোল থানার ওসি মোছাবেবরুল হক জানান, কাহারোল চত্বরে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের কুচকাওয়াজ  দেখতে আসার পথে পিংকি এন্টারপ্রাইজের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।